Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জরুরী বিজ্ঞপ্তি: বিদ্যুৎ বিভাগের নির্দেশনা মোতাবেক বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের জন্য সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চলছে। সংযোগ বিচ্ছিন্নতা এড়াতে আপনার সকল বিদ্যুৎ বিল পরিশোধ করে পরিশোধিত বিলের কপি সংযোগ বিচ্ছিন্নকারী দলকে দেখানোর জন্য অনুরোধ করা হলো। 


ভবিষ্যৎ পরিকল্পনা

বিষ্যৎ পরিকল্পনাঃ

১।  নয়টি ৩৩/১১ কেভি (লক্ষ্মীপুর-৬,৭,৮, রায়পুর-৪,৫, রামগঞ্জ-৪,৫, রামগতি-২, কমলনগর-২) উপকেন্দ্র নির্মাণ;

২।  সিষ্টেম লস সিঙ্গেল ডিজিটে আনা এবং বকেয়া মাস ১.০০ এ নামিয়ে আনা;

৩।  ১০০ কিঃ মিঃ বিতরণ লাইন মিনি ঠিকাদার দ্বারা আপ-গ্রেডেশন করা;

৪।  পিজিসিবি কর্তৃক লক্ষ্মীপুর গ্রীড উপকেন্দ্র নির্মাণের লক্ষ্যে দরপত্র আহবান সহ প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। এই গ্রীড চালু হলে ৬ টি ৩৩ কেভিএ ফিডারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা। ফলে রামগতি ও কমলনগর উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইনের সিষ্টেম লস হ্রাস পাবে।

৫।  লোড ও লাইন বৃদ্ধি পাওয়ায় লাইন পরিদর্শন, রক্ষনাবেক্ষন এবং আপগ্রেডেশন কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

৬।  আগামী অর্থ বছরে বড় শিল্প গ্রাহক প্রান্তে প্রি-পেইড মিটার স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

৭।  লক্ষ্মীপুর ১০০/১৫০ এমভিএ গ্রীড উপকেন্দ্র নির্মাণ পূর্বক বিদ্যুতায়ন হওয়ার সাথে সাথে লোড গ্রহনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন  করা;

৮।  নোয়াখালী পবিসের ভৌগলিক এলাকার আফতাব নগরে নির্মাণাধীন গ্রীড উপকেন্দ্র হতে রামগতি উপকেন্দ্রে বিদ্যুৎ গ্রহনের জন্য ৩৫ কিঃ মিঃ ৩৩ কেভি লাইন নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা। তৎলক্ষ্যে কাজ চলমান রয়েছে।

৯।  রামগতি জোনাল অফিসের বিবিরহাট ও রামগতি এলাকায় লো-ভোল্টেজ নিরসনের জন্য রামগতি -২ (বিবিরহাট) উপকেন্দ্র

নির্মাণের ব্যবস্থা গ্রহন করা;

১০।  প্রস্তাবিত লক্ষ্মীপুর অর্থনৈতিক জোন (মজু চৌধুরীর হাট) এ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে লক্ষ্মীপুর-৫ উপকেন্দ্র কে আপগ্রেড করা;

১১।  প্রস্তাবিত নতুন অর্থনৈতিক জোনের মধ্যে (মজু চৌধুরীর হাট) ২০ কিঃ মিঃ লাইন নির্মাণের ব্যবস্থা করা।